Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পরিবেশ অধিদপ্তর সম্পর্কিত যে কোন অভিযোগ জানাতে ৩৩৩-৪ এ কল করুন।


শিরোনাম
সিটিজেন চার্টার
বিস্তারিত

পরিবেশ অধিদপ্তর

www.doe.gov.bd

সিটিজেন চার্টার

 

১. ভিশন ও মিশন

ভিশনঃ দূষণমুক্ত বসবাসযোগ্য একটি সুস্থ, সুন্দর ও মডেল বাংলাদেশ গড়ে তোলা।

মিশনঃ বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুস্থ্য, সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে-

  •     
  • বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা;
  •    
  • পরিবেশ সংক্রান্ত আইন-কানুন ও বিধি-বিধানের সুষ্ঠু ও যথাযথ প্রয়োগ;
  •    
  • পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধি;
  •    
  • টেকসই উন্নয়ন ও পরিবেশ সুশাসন নিশ্চিত করা;
  •    
  • উন্নয়ন পরিকল্পনায় অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থপনা নিশ্চিত করা;
  •    
  • গ্রীনগ্রোথকে উৎসাহিত করা।

. সেবা প্রদান প্রতিশ্রুতি

. নাগরিক সেবাঃ

ক্রমিক 
নং
সেবার নাম
 সেবা প্রদান পদ্ধতি 
প্রয়োজনীয় কাগজপত্র ও 
প্রাপ্তিস্থান
সেবার মূল্য 
 এবং 
পরিশোধ 
পদ্ধতি
সেবা
 প্রদানের 
সময়সীমা
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
(নাম,পদবী ও ইমেইল)
সবুজ শ্রেণির শিল্প 
প্রতিষ্ঠান বা প্রকল্পের 
পরিবেশগত ছাড়পত্র 
প্রদান।

১. প্রয়োজনীয় কাগজ

পত্রসহ সংশ্লিষ্ট জেলা কার্যালয়ে 

অনলাইনে আবেদন 

দাখিল;

            

২. সংশ্লিষ্ট কার্যালয়

 কর্তৃক আবেদনে

 উল্লিখিত তথ্যাবলি

 পরীক্ষা ও  সরেজমিন পরিদর্শন করে সিদ্ধান্ত গ্রহণ ;

            

৩. সংশ্লিষ্ট কার্যালয় 

কর্তৃক পরিবেশগত 

ছাড়পত্র প্রদান/

আবেদন নামঞ্জুরের বিষয়ে উদ্যোক্তাকে 

লিখিতভাবে 

অবহিতকরণ।

১. ফরম-৩* অনুযায়ী প্রযোজ্য অংশ পূরণপূর্বক অনলাইনে আবেদন;

            

২. নির্ধারিত ছাড়পত্র ফি* এবং ছাড়পত্র ফি-র উপর সরকার নির্ধারিত ভ্যাট জমা প্রদানের প্রমাণক।

            

৩. লোকেশন ম্যাপ ও লে-আউট প্লান;

            

৪. জমির তফসিল ও মৌজা ম্যাপসহ জায়গার মালিকানা দলিল/মিউটেশন পর্চা/ লীজ/ভাড়ার চুক্তিপত্র;

            

৫. রাজধানী/ চট্টগ্রাম/ রাজশাহী/ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ/ স্থানীয় কর্তৃপক্ষের অনুমতিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)। যেমনঃ সরকারি বা বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল বা বিসিক শিল্প নগরীতে স্থাপিতব্য বা স্থাপিত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ক্ষেত্রে  স্থানীয় কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রযোজ্য নয়;

            

৬. উদ্যোক্তার জাতীয় পরিচয়পত্র;

            

৭. শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের বিনিয়োগ বিভাজন/ BIDA/ BSCIC/ বস্ত্র অধিদপ্তরের নিবন্ধনপত্র (প্রযোজ্য ক্ষেত্রে);

            

৮. প্রয়োজনীয় অন্যান্য তথ্যাবলি (প্রযোজ্য ক্ষেত্রে)। যেমনঃ সিএনজি/এলপিজি/এলএনজি/জ্বালানি গ্যাস ফিলিং স্টেশন এর জন্য সড়ক জনপথ অধিদপ্তরের অনাপত্তি/অনুপতিপত্র।

বিনিয়োগ অনুযায়ী বিধি দ্বারা নির্ধারিত ফি ট্রেজারি চালান, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা অন্যান্য ইলেক্ট্রনিক মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।
পূর্ণাঙ্গ আবেদন প্রাপ্তির পর ৭ (সাত) কার্যদিবস।

সংশ্লিষ্ট জেলা/মহানগর/অঞ্চল/বিভাগ/প্রধান কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

            

 

            

বি:দ্র:

            

* চিহ্নিত কাগজপত্র/তথ্যাদি পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে

সবুজ শ্রেণির শিল্প 
প্রতিষ্ঠান বা প্রকল্পের 
পরিবেশগত ছাড়পত্র 
নবায়ন প্রদান।

১. প্রয়োজনীয় 

কাগজপত্রসহ সংশ্লিষ্ট জেলা কার্যালয়ে 

অনলাইনে আবেদন 

দাখিল;

            

২. সংশ্লিষ্ট কার্যালয় 

কর্তৃক আবেদনে

 উল্লিখিত তথ্যাবলি 

পরীক্ষা ও  সরেজমিন পরিদর্শন করে সিদ্ধান্ত গ্রহণ ;

            

৩. সংশ্লিষ্ট কার্যালয় 

কর্তৃক পরিবেশগত 

ছাড়পত্র নবায়ন প্রদান/আবেদন নামঞ্জুরের বিষয়ে উদ্যোক্তাকে 

লিখিতভাবে 

অবহিতকরণ।

১. ফরম-৫* অনুযায়ী প্রযোজ্য অংশ পূরণপূর্বক অনলাইনে আবেদন;

            

২. নির্ধারিত ছাড়পত্র নবায়ন ফি* ও ভ্যাট জমা প্রদানের প্রমাণক;

            

৩. ছাড়পত্রের শর্তে প্রদত্ত কমপ্লায়েন্স মনিটরিং রিপোর্ট (প্রযোজ্য ক্ষেত্রে);

            

৪. সর্বশেষ প্রদত্ত পরিবেশগত ছাড়পত্র/নবায়ন পত্রের কপি;

            

৫. প্রয়োজনীয় অন্যান্য তথ্যাবলি (প্রযোজ্য ক্ষেত্রে) যেমনঃ সিএনজি/এলপিজি/এলএনজি/জ্বালানি গ্যাস ফিলিং স্টেশন এর জন্য বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স, পানীয় ও খাদ্য পণ্য সংশ্লিষ্ট শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিএসটিআই লাইসেন্স, জৈবসার এর ক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রেজিস্ট্রেশন/ লাইসেন্স ইত্যাদি।

বিনিয়োগ অনুযায়ী বিধি দ্বারা নির্ধারিত ফি ট্রেজারি চালান, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা অন্যান্য ইলেক্ট্রনিক মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।
পূর্ণাঙ্গ আবেদন প্রাপ্তির পর ৭ (সাত) কার্যদিবস

সংশ্লিষ্ট জেলা/মহানগর/অঞ্চল/বিভাগ/প্রধান কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

            

 

            

বি:দ্র:

            

* চিহ্নিত কাগজপত্র/তথ্যাদি পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

হলুদ শ্রেণির-

            

১. সরকারি বা বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ

 অঞ্চল, অর্থনৈতিক

 অঞ্চল বা বিসিক শিল্প 

নগরীর বাহিরে প্রস্তাবিত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র

 প্রদান।

            

২. সরকারি বা বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ

অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল বা বিসিক শিল্প

 নগরীতে প্রস্তাবিত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের 

পরিবেশগত  ছাড়পত্র

 প্রদান।

১. প্রয়োজনীয় 

কাগজপত্রসহ সংশ্লিষ্ট জেলা কার্যালয়ে 

অনলাইনে আবেদন 

দাখিল;

            

২. সংশ্লিষ্ট কার্যালয় 

কর্তৃক আবেদনে 

উল্লিখিত তথ্যাবলি 

পরীক্ষা ও  সরেজমিন পরিদর্শনপূর্বক  সিদ্ধান্ত গ্রহণ করে ছাড়পত্র ফি দাখিলের জন্য

 উদ্যোক্তাকে অবহিত করণ;

            

৩.  উদ্যোক্তা কর্তৃক

 ছাড়পত্র ফি জমা 

প্রদানের প্রমাণক 

দাখিল;

            

৪. সংশ্লিষ্ট কার্যালয়

 কর্তৃক ছাড়পত্র প্রদান/আবেদন নামঞ্জুরের বিষয়ে উদ্যোক্তাকে 

লিখিতভাবে 

অবহিতকরণ।





হলুদ শ্রেণির- শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র নবায়ন
 প্রদান

১. প্রয়োজনীয় 

কাগজপত্রসহ সংশ্লিষ্ট জেলা কার্যালয়ে 

অনলাইনে আবেদন 

দাখিল;

            

২. সংশ্লিষ্ট কার্যালয় 

কর্তৃক আবেদনে 

উল্লিখিত তথ্যাবলি 

পরীক্ষা ও  সরেজমিন পরিদর্শন করে সিদ্ধান্ত গ্রহণ ;

            

৩. সংশ্লিষ্ট কার্যালয়

 কর্তৃক অবস্থানগত 

ছাড়পত্র নবায়ন প্রদান/আবেদন নামঞ্জুরের বিষয়ে উদ্যোক্তাকে

 লিখিতভাবে 

অবহিতকরণ।

১. ফরম-৩* অনুযায়ী প্রযোজ্য অংশ পূরণপূর্বক অনলাইনে আবেদন;

            

২. নির্ধারিত প্রক্রিয়াকরণ ফি* ও ভ্যাট এবং নির্ধারিত ছাড়পত্র ফি* ও ভ্যাট জমা প্রদানের প্রমাণক;

            

৩. লোকেশন ম্যাপ ও লে-আউট প্লান;

            

৪. জমির তফসিল ও মৌজা ম্যাপসহ জায়গার মালিকানা দলিল/মিউটেশন পর্চা/ লীজ/ভাড়ার চুক্তিপত্র;

            

৫. রাজধানী/ চট্টগ্রাম/ রাজশাহী/ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ/ স্থানীয় কর্তৃপক্ষের অনুমতিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)। যেমনঃ সরকারি বা বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল বা বিসিক শিল্প নগরীতে স্থাপিতব্য বা স্থাপিত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের ক্ষেত্রে  স্থানীয় কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রযোজ্য নয়;

            

৬. উদ্যোক্তার জাতীয় পরিচয়পত্র ;

            

৭. শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের বিনিয়োগ বিভাজন/ BIDA/ BSCIC/ বস্ত্র অধিদপ্তরের নিবন্ধনপত্র (প্রযোজ্য ক্ষেত্রে);

            

৮. প্রয়োজনীয় অন্যান্য তথ্যাবলি (প্রযোজ্য ক্ষেত্রে)। যেমনঃ সরকারি বা বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল বা বিসিক শিল্প নগরীতে প্রস্তাবিত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের পরিবেশগত ছাড়পত্রের ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনার বিবরণ দাখিল করতে হবে।

নির্ধারিত প্রক্রিয়াকরণ ফি ও বিনিয়োগ অনুযায়ী বিধি দ্বারা নির্ধারিত ছাড়পত্র ফি ট্রেজারি চালান, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা অন্যান্য ইলেক্ট্রনিক মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।


হলুদ শ্রেণির- শিল্প 

প্রতিষ্ঠান বা প্রকল্পের 

পরিবেশগত ছাড়পত্র 

প্রদান

            

(যে সকল শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র রয়েছে)।



নির্ধারিত প্রক্রিয়াকরণ ফি ও বিনিয়োগ অনুযায়ী বিধি দ্বারা নির্ধারিত ছাড়পত্র ফি ট্রেজারি চালান, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা অন্যান্য ইলেক্ট্রনিক মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।


হলুদ শ্রেণির- শিল্প
প্রতিষ্ঠান বা প্রকল্পের
পরিবেশগত ছাড়পত্র
 নবায়ন প্রদান।


নির্ধারিত প্রক্রিয়াকরণ ফি ও বিনিয়োগ অনুযায়ী বিধি দ্বারা নির্ধারিত ছাড়পত্র ফি ট্রেজারি চালান, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা অন্যান্য ইলেক্ট্রনিক মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।

কমলা শ্রেণির-

                            

সরকারি বাবেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল বা বিসিক শিল্প নগরীর বাহিরে প্রস্তাবিত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র প্রদান।

               

  • সরকারি বাবেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল বা বিসিক শিল্প নগরীতে প্রস্তাবিত শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের পরিবেশগত  ছাড়পত্র প্রদান।
  •             



নির্ধারিত প্রক্রিয়াকরণ ফি ও বিনিয়োগ অনুযায়ী বিধি দ্বারা নির্ধারিত ছাড়পত্র ফি ট্রেজারি চালান, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা অন্যান্য ইলেক্ট্রনিক মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।

কমলা শ্রেণির শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র নবায়ন
প্রদান।


নির্ধারিত প্রক্রিয়াকরণ ফি ও বিনিয়োগ অনুযায়ী বিধি দ্বারা নির্ধারিত ছাড়পত্র ফি ট্রেজারি চালান, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা অন্যান্য ইলেক্ট্রনিক মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।

কমলা শ্রেণির শিল্প
প্রতিষ্ঠান বা প্রকল্পের
পরিবেশগত ছাড়পত্র
প্রদান (যে সকল শিল্প
প্রতিষ্ঠান বা
প্রকল্পের অবস্থানগত
 ছাড়পত্র রয়েছে)।


নির্ধারিত প্রক্রিয়াকরণ ফি ও বিনিয়োগ অনুযায়ী বিধি দ্বারা নির্ধারিত ছাড়পত্র ফি ট্রেজারি চালান, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা অন্যান্য ইলেক্ট্রনিক মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।

১০ কমলা শ্রেণির শিল্প
প্রতিষ্ঠান বা প্রকল্পের
পরিবেশগত ছাড়পত্র
নবায়ন প্রদান।


নির্ধারিত প্রক্রিয়াকরণ ফি ও বিনিয়োগ অনুযায়ী বিধি দ্বারা নির্ধারিত ছাড়পত্র ফি ট্রেজারি চালান, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা অন্যান্য ইলেক্ট্রনিক মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।

১১ লাল শ্রেণির শিল্প
প্রতিষ্ঠান বা প্রকল্পের প
রিবেশগত প্রভাব নিরূপণের খসড়া কার্যপরিধির (terms of reference)
অনুমোদন প্রদান


নির্ধারিত প্রক্রিয়াকরণ ফি ও বিনিয়োগ অনুযায়ী বিধি দ্বারা নির্ধারিত ছাড়পত্র ফি ট্রেজারি চালান, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা অন্যান্য ইলেক্ট্রনিক মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।

১২ লাল শ্রেণির শিল্প
প্রতিষ্ঠান বা প্রকল্পের
পরিবেশগত প্রভাব
নিরূপণ সমীক্ষা
প্রতিবেদন (ইআইএ)
অনুমোদনসহ
অবস্থানগত ছাড়পত্র
প্রদান।


নির্ধারিত প্রক্রিয়াকরণ ফি ও বিনিয়োগ অনুযায়ী বিধি দ্বারা নির্ধারিত ছাড়পত্র ফি ট্রেজারি চালান, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা অন্যান্য ইলেক্ট্রনিক মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করতে হবে।

১৩ লাল শ্রেণির শিল্প
প্রতিষ্ঠান বা প্রকল্পের
অবস্থানগত ছাড়পত্র
 নবায়ন প্রদান।





১৪

লাল শ্রেণির শিল্প 

প্রতিষ্ঠান বা প্রকল্পের 

পরিবেশগত ছাড়পত্র 

প্রদান

            

(যে সকল শিল্প প্রতিষ্ঠান বা প্রকল্পের অবস্থানগত ছাড়পত্র রয়েছে)।







১৫ সরকারি বা বেসরকারি
রপ্তানি প্রক্রিয়াকরণ
অঞ্চল, অর্থনৈতিক
অঞ্চল বা বিসিক শিল্প
নগরীতে প্রস্তাবিত লাল শ্রেণির শিল্প প্রতিষ্ঠান
বা প্রকল্পের পরিবেশগত  ছাড়পত্র প্রদান।





১৬ লাল শ্রেণির শিল্প
প্রতিষ্ঠান বা প্রকল্পের
পরিবেশগত ছাড়পত্র
নবায়ন প্রদান।





১৭ জিরো ডিসচার্জ
পরিকল্পনা অনুমোদন
প্রদান।





১৮ ইটিপি/এসটিপি
/Air Pollution
Control System এর
ড্রয়িং ডিজাইন
 অনুমোদন প্রদান।





১৯ বিপজ্জনক রাসায়নিক
পদার্থের অনুকূলে
আমদানি ছাড়পত্র
 প্রদান।





২০

পেস্টিসাইড

            

আমদানির ক্ষেত্রে

            

অনাপত্তিপত্র প্রদান।







২১

মৎস্যখাদ্য/ মৎস্য

            

উপকরণ

            

আমদানির ক্ষেত্রে

            

অনাপত্তিপত্র

            

প্রদান।







২২ Basel Convention
অনুযায়ী যেকোন
ধরনের বিপজ্জনক রাসায়নিক বর্জ্যের Trans
Boundary Movement এর ক্ষেত্রে PIC (Prior
Informed Consent)
 প্রদান।

১. প্রয়োজনীয় কাগজপত্রসহ পরিবেশ 

অধিদপ্তর, সদর 

দপ্তরে আবেদন 

দাখিল;

            

 

            

২. দাখিলকৃত আবেদন সদর দপ্তরের বর্জ্য ও রাসায়নিক পদার্থ 

ব্যবস্থাপনা শাখা 

কর্তৃক প্রাথমিক পর্যালোচনাপূর্বক পরিবেশ অধিদপ্তরের 

বালাইনাশক সংক্রান্ত কারিগরি/PIC কমিটিতে উপস্থাপন;

            

৩. বালাইনাশক 

সংক্রান্ত কারিগরি কমিটির সিদ্ধান্ত 

মহাপরিচালক মহোদয় কর্তৃক অনুমোদন

 এবং Notification 

ফরমে মহাপরিচালক মহোদয়ের স্বাক্ষর ও সীলমোহর প্রদান;

            

৪. বর্জ্য রাসায়নিক পদার্থ শাখা হতে

 PIC (Prior Informed Consent) প্রদান/

আবেদন নামঞ্জুর।






২৩

নিষিদ্ধ ও নিয়ন্ত্রিত

 কেমিক্যাল/

            

পেস্টিসাইড আমদানির ক্ষেত্রে Explicit Consent/ Export Notification 

প্রদান।


১. ইউরোপীয় 

ইউনিয়নভুক্ত দেশের Designated National Authority (DNA) হতে বাংলাদেশের 

Designated National Authority (DNA) 

বরাবর Explicit 

Consent/Export 

Notification প্রেরণ;

            

 

            

২. প্রেরিত Explicit

 Consent/Export 

Notification সদর 

দপ্তরের বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা শাখা কর্তৃক প্রাথমিক পর্যালোচনাপূর্বক 

পরিবেশ অধিদপ্তরের বালাইনাশক সংক্রান্ত কারিগরি/PIC কমিটিতে উপস্থাপন;

            

৩. বালাইনাশক 

সংক্রান্ত কারিগরি 

কমিটির সিদ্ধান্ত মহাপরিচালক মহোদয় 

কর্তৃক অনুমোদন 

এবং প্রেরিত Explicit 

Consent/Export 

Notification ফরমে 

মহাপরিচালক

 মহোদয়ের স্বাক্ষর ও সীলমোহর প্রদান;

            

৪. বর্জ্য রাসায়নিক পদার্থ শাখা হতে 

Explicit Consent/

Export Notification প্রেরণ।


Explicit Consent/ Export 

Notification প্রদানের জন্য

            
  •                 
  • কাগজপত্র সমূহ:
  •             
            

 

            

১. Export Notification;

            

২. Explicit Consent Form;

            

৩. পেস্টিসাইড/ কেমিক্যালের MSDS (Material Safety Data Sheet);

            

৪. প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য 

তথ্য  ইত্যাদি


বিনা মূল্যে
সেবা প্রদানের সময়সীমা নেই। প্রয়োজনীয় সকল কাগজপত্র/তথ্য প্রাপ্তি সাপেক্ষে বর্জ্য ও
রাসায়নিক পদার্থ সংক্রান্ত
কারিগরি কমিটির অনুমোদনের পর দ্রুত Explicit Consent/
Export Notification প্রদান করা হয়।

জনাব রাজিনারা বেগম

            

পরিচালক (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা),

            

পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা।

            

ফোন: ০২-২২২২১৮৩১৫

            

মোবাইল: ০১৯৩৭০৬৭২৮২

            

ইমেইল: dirw&c@doe.gov.bd


২৪ বিভিন্ন বর্জ্য ও রাসায়নিক পদার্থ পরিবেশসম্মত
ভাবে ধ্বংসকরণে
 কারিগরি মতামত প্রদান

১. প্রয়োজনীয় 

কাগজপত্রসহ

 পরিবেশ অধিদপ্তর, 

সদর দপ্তরে আবেদন দাখিল;

            

 

            

২. দাখিলকৃত আবেদন সদর দপ্তরের বর্জ্য ও রাসায়নিক পদার্থ

 ব্যবস্থাপনা শাখা কর্তৃক প্রাথমিক 

পর্যালোচনাপূর্বক 

পরিবেশ অধিদপ্তরের বালাইনাশক সংক্রান্ত কারিগরি/PIC কমিটিতে উপস্থাপন;

            

৩. বালাইনাশক 

সংক্রান্ত কারিগরি কমিটির সিদ্ধান্ত 

মহাপরিচালক 

মহোদয় কর্তৃক 

অনুমোদন;

            

৪. বর্জ্য রাসায়নিক পদার্থ শাখা হতে 

কারিগরি মতামত

 প্রদান।


                

  • বর্জ্য ও রাসায়নিক 
  • পদার্থ পরিবেশসম্মত ভাবে ধ্বংসকরণে 

কারিগরি মতামত প্রদানের 

জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহ:

  •             
            

 

            

১. ধ্বংসযোগ্য বর্জ্য ও 

রাসায়নিক পদার্থ সম্পর্কে 

বিস্তরিত তথ্য (কেমিক্যালের নাম, ধরণ, পরিমাণ ইত্যাদি);

            

 

            

২. ধ্বংসযোগ্য/কেমিক্যালের MSDS (Material Safety 

Data Sheet);

            

৩. প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য 

তথ্য  ইত্যাদি।


বিনা মূল্যে।
সেবা প্রদানের সময়সীমা নেই। প্রয়োজনীয় সকল কাগজপত্র/তথ্য প্রাপ্তি সাপেক্ষে বর্জ্য ও
রাসায়নিক পদার্থ সংক্রান্ত
কারিগরি কমিটির অনুমোদনের পর দ্রুত মতামত প্রদান করা
হয়।

জনাব রাজিনারা বেগম

            

পরিচালক (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা),

            

পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকা।

            

ফোন: ০২-২২২২১৮৩১৫

            

মোবাইল: ০১৯৩৭০৬৭২৮২

            

ইমেইল: dirw&c@doe.gov.bd


২৫ শিল্প প্রতিষ্ঠানের তরল ও বায়ুবীয় বর্জ্য ও শব্দের
গুণগত মান বিশ্লেষণ

১. সংশ্লিষ্ট 

গবেষণাগারে আবেদন দাখিল;

            

২. সংশ্লিষ্ট গবেষণাগার কর্তৃক নমুনা সংগ্রহ;

            

৩. সংগৃহীত নমুনা 

গবেষণাগারে বিশ্লেষণ;

            

৪. ফলাফল প্রদান।


১. যে সকল প্যারামিটার 

মনিটর করা প্রয়োজন তা   

উল্লেখপূর্বক লিখিত আবেদন (আবেদনে উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ই-মেইল ও মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে)।

            

                

  1. বিশ্লেষিতব্য প্যারামিটারের জন্য প্রযোজ্য ফি*            

বিধি দ্বারা নির্ধারিত ফি*;
সরকারি চালানের মাধ্যমে জমা প্রদান করতে হবে।
৩০ কার্যদিবস।

সংশ্লিষ্ট গবেষণাগার/বিভাগীয় 

কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা*।

            

 

            

বি:দ্র: * চিহ্নিত কাগজপত্র/তথ্যাদি 

পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে 

পাওয়া যাবে।


২৬ পরিবেশ দূষণ সংক্রান্ত অভিযোগ।

১. প্রয়োজনীয় 

কাগজপত্রসহ সংশ্লিষ্ট জেলা কার্যালয়ে 

আবেদন দাখিল;

            

২. সংশ্লিষ্ট কার্যালয় 

কর্তৃক সরেজমিন

 পরিদর্শন এবং 

প্রযোজ্য ক্ষেত্রে 

গণশুনানী গ্রহণ;

            

৩. সংশ্লিষ্ট কার্যালয় 

কর্তৃক আবেদন 

মূল্যায়নপূর্বক সিদ্ধান্ত গ্রহণ বা প্রতিবেদনসহ সংশ্লিষ্ট অঞ্চল/বিভাগীয় পরিচালকের নিকট প্রেরণ (জেলা কার্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য);

            

৪. অঞ্চল/

ডাউনলোড

যোগাযোগের ঠিকানা

                        যোগাযোগের ঠিকানা 

              পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় 

              বিভাগীয় পর্যায়ের বহুতল অফিস ভবন (৫ম) তলা

                         আলমপুর, সিলেট 

                    ফোন: ০২-৯৯৬৬৪৩৩৫৩